Loading Now

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০বছর পলাতক!

 

ঝালকাঠি প্রতিনিধি ।।

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর ছিলেন পালিয়ে। কিন্তু শেষ রক্ষা হলো না আর, অবশেষে ধরা পড়তে হলো পুলিশের হাতে ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদারকে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালের বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদকদ্রব্য(গাঁজা) জিআর মামলার বিচার শেষে তাকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED