Loading Now

সাদিকের দোসড় আলামিনের দাপটে তটস্থ বাসমালিকরা!

নিজস্ব প্রতিবেদক :
পতিত সরকারের দোসর হয়েও এখনও রুপাতলি মিনিবাস মালিক সমিতিতে ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছেন আওয়ামীলীগ কর্মী আলামিন। ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে মালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক ও মহানগর আওয়ামীলীগ নেতা কাওছার হোসেন শিপনের আত্মীয়ের পরিচয়ে মিনিবাস মালিক সমিতিতে নিজের আধিপত্য বিস্তার করেন আলামিন হোসেন।ঐ সময়ে শিপনের পক্ষে আওয়ামী লীগের একাধিক মিছিল মিটিংয়ে অংশগ্রহন এমনকি সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দমাতে সন্ত্রাসী হামলাও চালানোর অভিযোগ রয়েছে এই আলামিনের বিরুদ্ধে। কিন্তু ৫ আগষ্টের পরই তিনি ভোল পাল্টে নিজেকে বিএনপি সাজিয়ে ফেলেছেন। মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের লোক পরিচয় দিয়ে তিনি এখনো রাজত্ব চালানোর চেষ্টা করছেন।
বিগত কিছুদিন ধরে রুপাতলি মিনিবাস মালিক সমিতির সদস্যরা গনতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে সমিতির নেতৃত্ব নির্ধারণে সকল মহলে যোগাযোগ শুরু করেছে। এবং যুথবদ্ধ হচ্ছে। এতে মাথা ঠিক নেই বর্তমানে সমিতি দখল করে রাখা নেতাদের। কারন নির্বাচন হলে তারা পদ হারাতে পারেন এমন আশংকায় বিভিন্ন সাধারন বাস মালিকদের হুমকি দিয়ে থামিয়ে দেয়ার চেষ্টা করছে সাদিক আবদুল্লাহর দোসড় এই আলামিন।
এ বিষয়ে একাধিক ব্যাক্তিকে(বাসমালিক) শাসানোর কল রেকর্ড রয়েছে আলামিনের বিরুদ্ধে।কিভাবে সাদিক আবদুল্লাহর দোসড় আলামিন এখনও দাপট দেখিয়ে চলে এবং আলামিনের জাদুর কাঠি কি তাই এখন সাধারন বাস মালিকদের প্রশ্ন!

Post Comment

YOU MAY HAVE MISSED