Loading Now

সাবেক নারী পাইলটের লাশ উদ্ধার

অনলাইন ডেক্স ।।

বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট রিয়ানা আবজালের লাশ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনে কোস্ট গার্ডের তিন দিনের অভিযানে আজ সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোটযোগে যাত্রা করে।

বোটটি দুপুর ১টায় সুন্দরবনের ঢাংমারি খালসংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হন রিয়ানা।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা আরো বলেন, কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুইটি উদ্ধারকারী দল কোস্টগার্ড বোটযোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিন দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর আজ সোমবার সকাল ৭টায় কোস্টগার্ড, মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পর লাশ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান তিনি।

রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বিমানের সাবেক পাইলট।

পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় পড়েন রিয়ানা।

Post Comment

YOU MAY HAVE MISSED