সাবেক বিডিআর সদস্যের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ঝালকাঠি প্রতিনিধি ।।
ঝালকাঠিতে হারুন অর রশিদ হাওলাদার (৫৮) নামে সাবেক বিডিআর সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাসন্ডা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ঝালকাঠি সদর উপজেলার ইছানীল গ্রামের মোনতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ ও মৃতের পরিবার জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) ফজরের নামাজ পড়তে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। নিখোঁজের ১২ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসন্ডা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর ঝালকাঠি পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত হারুন অর রশিদের ছেলে সাহারুল ইসলাম জানান, বাবার সঙ্গে সৎ ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তাদের বিরুদ্ধে বর্তমানে সাতধারার একটি মামলা চলমান রয়েছে। জমি নিয়ে দ্বন্দ্বের কারণে হারুন অর রশিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ছেলে সাহারুল।
ঝালকাঠি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে ঝালকাঠির সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মল্লিক জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে হারুন অর রশিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Comment