Loading Now

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

অনলাইন ডেক্স ।।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। ছবি:: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ–১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না। মূল বিষয় হলো অভিযোগের বস্তুনিষ্ঠতা।

রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে তিনতলা ডুপ্লেক্স বাড়ি রয়েছে আবদুল হামিদের। রাষ্ট্রপতি দায়িত্ব শেষে ২০২৩ সালের এপ্রিলে তিনি সপরিবারে সেখানে ওঠেন।

অভিযোগ রয়েছে, বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাধা, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ নির্মাণ এবং খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED