Loading Now

সামাজিক নিরাপত্তায় জনপ্রতিনিধির বিকল্প নেই: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ॥

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে একটি ভাল নির্বাচন সম্পন্ন করা। আর আমরা সে লক্ষ্যেই কাজ করছি। এজন্য যতটুকু সময় প্রয়োজন সবাইকে সে সময় পর্যন্ত ধৈর্য্য নিয়ে অপেক্ষা করতে হবে। সোমবার বিকেলে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বরিশাল মহানগরীর গণমাধ্যম, এনজিও এবং সংস্কৃতিকর্মী সহ সমাজের বিভিন্নস্তরের মানুষের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় পরিকল্পনা উপদেষ্টা বলেন, বরিশাল একটি ঐতিহ্যবাহী নগরী। এর পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা আমাকে মুগ্ধ করেছে। শের ই বাংলা ও কবি জীবনানন্দ দাশের এ শহরের অনেক ঐতিহ্য আছে, তাকে লালন করতে হবে। নগরীর খালগুলো রক্ষায় গুরুত্বারোপ করে তিনি বলেন, নগরীর পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে নদীর পানি বিশুদ্ধ করণে ট্রিটমেন্ট প্লান্ট চালু করতে হবে।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তী সরকার কোন মেগা প্রকল্প নিচ্ছিনা। শুধুমাত্র মাতরবাড়ি প্রকল্পটি গ্রহণ করা হয়েছে একটি কারণে। তা হচ্ছে প্রকল্পটি অনেক দূর এগিয়েছে। আর এখন তা বাদ দিলে দাতা বা আর্থিক বিনিয়োগকারী পাওয়া যাবেনা। তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মান প্রকল্পটিকে ক্ষুদ্র সীমাবদ্ধতায় না দেখে এটিকে মূলত

চট্টগ্রাম-লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল-খুলনা জাতীয় মহাসড়কের সেতু হিসেবে বিবেচনা করতে হবে। আমরা প্রকল্পটির জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা প্রনয়ন সহ সব পেপার্স তৈরী করে দেব। পরবর্তি সরকার এসে বিষয়টি বিবেচনা করবে।

উপদেষ্টা বলেন, ঢাকা থেকে একটি আন্তর্জাতিক মানের রাস্তা পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় এসে যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেছে। ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ৬লেন প্রকল্পটি আমরা করবো। এজন্য ভূমি অধিগ্রহণের সময় বর্ধিত করে আগামী বছরের জুনের মধ্যে তা সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এ প্রকল্পে বরিশাল বাইপাস নির্মানের বিষয়টি অন্তর্ভূক্তির বিষয়টিও বিবেচনা করা হবে।

ভোলার গ্যাস প্রসঙ্গে পরিকল্পন উপদেষ্টা কবলেন, এ গ্যাস বরিশাল সহ দক্ষিণাঞ্চলের অর্থনীতির চাবিকাঠী হতে পারে। আমরা চেষ্টা করছি বরিশাল হয়ে এ গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত করার । এ গ্যাস বরিশালে শিল্পায়নও তড়ান্বিত করতে পারে বলে মত প্রকাশ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, শুধু ভোলা নয়, সিলেট ও ব্রাক্ষ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও গ্যাসের ভাল মজুদ থাকা সত্বেও বিগত সরকার সেদিকে নজর না দিয়ে এলএনজি সহ এলপিজি আমদানীতে বেশী মনযোগী ছিল। যা আমাদের অর্থনীতিতে চাপ বৃদ্ধি করেছে।
বিএম কলেজ ও হাতেম আলী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কথা স্মরণ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সম্ভব যা কিছু করণীয় আমরা তা করবো। সভা শেষ করে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন।

 

মতবিনিময় সভায় বরিশাল চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামান খান, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED