” সামাজিক লিঙ্গ পরিচিতি সম্পর্কিত আলোচনা ও মানুষিক স্বাস্থ্য ব্যবস্থাপনা” বিষয় কর্মশালা
নিজস্ব প্রতিবেদক ।।
“সামাজিক লিঙ্গ পরিচিতি সম্পর্কিত আলোচনা, স্বাস্থ্য পরিচ্চন্নতাবিধি ও মানুষিক স্বাস্থ্য ব্যবস্থাপনা” বিষয় দিন ব্যাপি কর্মশালার আয়োজন করা হয়। এস ইউ ভিওর আয়োজনে এবং ঔইমেন পসিবিলিটিসের সহযোগিতায় রবিবার ২২ জুন সকাল সাড়ে ৯ টায় সেইন্ট বাংলাদেশের সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন হেড অব প্রোগ্রাম, জেন্ডার জাস্টিস ও এডভোকেসি ফরিদা বেগম এবং সেই সাথে উপস্থিত ছিলেন ঔইমেন পসিবিলিটিসের সকল কর্মকর্তাবৃন্দ , আরও ছিলেন এস ইউ ভিওর নির্বাহী পরিচালক হাছিনা বেগম নীলা এবং বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন পেশা ও শ্রেনীর নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। সারাদিন ব্যাপী কর্মশালায় লিঙ্গ বৈষম্য থেকে শুরু করে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয় এবং মানুষিক স্বাস্থ্য বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
কর্মশালায় বলা হয় কেবল প্রজনন স্বাস্থ্যসেবা নয়, যেকোনো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুণগত মান ও সাম্য নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরী ও তরুণ জনগোষ্ঠী যেন তাদের সুবিধামতো এবং বৈষম্য ছাড়া স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করা ও বৈষম্য দূর করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
কারন এই “সামাজিক লিঙ্গ পরিচিতি সম্পর্কিত আলোচনা, স্বাস্থ্য পরিচ্চন্নতাবিধি ও মানুষিক স্বাস্থ্য ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং সবার জন্য স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করার জন্য অপরিহার্য।
Post Comment