Loading Now

বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা, বরিশালে ২০ জন পজিটিভ

অনলাইন ডেক্স ।।

সিরাজগঞ্জ ও বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। সিরাজগঞ্জে ৫ বছরে ২৫৫ রোগী শনাক্ত, মারা গেছে ২৬ জন। তবে এখনই ‘রেড জোন’ বিবেচনা করা হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে বরিশালেও ২০ জন এইচআইভি পজিটিভ। একই সিরিঞ্জে মাদক গ্রহণ, রোগের তথ্য গোপন, সচেতনতার অভাব ও অনিরাপদ যৌন সম্পর্ককে দায়ী করছেন চিকিৎসকেরা।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের এআরটি সেন্টারের তথ্য মতে, গত পাঁচ বছরে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা ২৫৫ জন। এর মধ্যে সিরাজগঞ্জের ২২৬ জন, বাকিরা অন্য জেলার। এর মধ্যে মারা গেছেন ২৬ রোগী।

সিরাজগঞ্জ এআরটি সেন্টারের কাউন্সিলর কাম অ্যাডমিনিস্ট্রেটর মো. মাসুদ রানা বলেন, গত এক বছরে ৩৮ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। এর মধ্যে মাদক ব্যবহারকারী, যৌনকর্মী, সাধারণ মানুষ ও শিক্ষার্থী রয়েছে।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, সঠিক চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অনেকে। তবে এইচআইভি সংক্রমণ থেকে রক্ষায় পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার বলেন, এইচআইভি পজিটিভ রোগী বাড়লেও সিরজগঞ্জকে এখনই ‘রেড জোন’ বিবেচনা করছে না হাসাপাতাল কর্তৃপক্ষ।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) প্রতিবেদনে দেখা যাচ্ছে, বরিশালেও গত এক বছরে ২০ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১১ জনই শিক্ষার্থী।

Post Comment

YOU MAY HAVE MISSED