Loading Now

সিলেটকে হারিয়ে প্লে অফে বরিশাল

স্পোর্টস ডেক্স ।।

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো ফরচুন বরিশাল। রবিবার (২৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলায় টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১১৬ রানেই গুটিয়ে যায় সিলেট।

জবাবে ব্যাট করতে নেমে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি বরিশালকে। তামিম-মুশফিকের ৬০ বলে ৮১ রানের জুটিতে ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে প্লে-অফ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনেই করেন দুই ওপেনার তামিম ইকবাল এবং তাওহীদ হৃদয়। তবে উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি হৃদয়। ৭ বলে ৬ রান করে নাহিদুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। ডেভিড মালানও এদিন ৮ বলে ৯ রান করেই সাজঘরে ফিরেন।

এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন তামিম ইকবাল। তৃতীয় উইকেট জুটিতে তার সঙ্গে যোগ দেন মুশফিকুর রহিম। দুজনের অনবদ্য ৮১ রানের জুটিতে ৪ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ৫১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। মুশফিক অপরাজিত থাকেন ৩০ বলে ৪২ রানে।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রংপুর রাইডার্স। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফরচুন বরিশাল। চিটাগং কিংসের পয়েন্ট ১০, তারা আছে টেবিলের তিন নম্বরে। আর চার নম্বরে থাকা খুলনার পয়েন্ট ৮। সমান পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে দুর্বার রাজশাহী। ১০ ম্যাচে তিন জয় নিয়ে ৬ নম্বরে ঢাকা ক্যাপিটালস। ৪ পয়েন্ট নিয়ে তলানিতে আছে সিলেট স্ট্রাইকার্স।

Post Comment

YOU MAY HAVE MISSED