Loading Now

সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হবে- মো: ইউনুস

নিজস্ব প্রতিবেদক ।।

সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হবে বলে জানিয়েছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: ইউনুস আলী সিদ্দিকী৷

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় নগরীর আলেকান্দা রুপাতলী সাগরদী (এআরএস) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

এসময় বোর্ড চেয়ারম্যান বলেন, শিক্ষার প্রয়োজনীয়তা সার্বজনীন,অপরিহার্য,ব্যাপক। একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যাক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন-মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয়।

একটি কুপিবাতি যেমন তাহার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে, ঠিক একজন মানুষ যখন সমাজে বিকশিত হয়ে উঠেন তখন তার সাথে তার পরিবার,সমাজ এবং রাষ্ট্রও আলোকিত হয়ে উঠে। এতে করে আরো সুবিধাবঞ্চিত মানুষেরা আলোকিত হবার সুযোগ লাভ করে।

এসময় শিক্ষার্থীদের সঠিক শিক্ষালাভের মধ্য দিয়ে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠায় আশাবাদা ব্যক্ত করেন চেয়ারম্যান। শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, সু-শিক্ষার জন্য শিক্ষকের বিকল্প নেই। বরিশাল শিক্ষাবোর্ড নিরন্তর কাজ করে যাচ্ছে শিক্ষার উন্নয়নে।

শিক্ষার উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকান্ড নিয়মিত তদারকি করা হচ্ছে। এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিথীকা সরকার, বরিশাল কিশোর মজলিসের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল ও ভারপ্রাপ্ত মেয়র কে, এম শহিদুল্লাহ , বরিশাল কিশোর মজলিসের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান খান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED