Loading Now

সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, যুবক আটক

গৌরনদী প্রতিনিধি।।

সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সৈকত বিশ্বাস (২৩) নামের এক যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় তৌহিদী জনতা। আটককৃত সৈকত বিশ্বাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দোয়ারিয়া গ্রামের কাঙ্গাল বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আটককৃতর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর ওইদিন বিকেলে আদালতের সোর্পদ করা হয়েছে। এর আগে ওইদিন সকালে গৌরনদী উপজেলা গেট থেকে সৈকত বিশ্বাসকে আটক করা হয়।

(সৈকত) গৌরনদী উপজেলা গেটের একটি ভাতের হোটেলের কর্মচারী। স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানিয়েছেন, গত তিনদিন পূর্বে ওই যুবক সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে মঙ্গলবার সকালে উত্তেজিত তৌহিদী জনতা সৈকতকে আটক করে থানায় সোপর্দ করেছে।

Post Comment

YOU MAY HAVE MISSED