Loading Now

সেই লুসাইলে এমবাপ্পের হাতে ট্রফি

 

স্পোর্টস ডেক্স ।।

সেই লুসাইল স্টেডিয়াম, রাতটাও ১৮ ডিসেম্বরেরই। ২০২২ সালের এমনই এক রাতে বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরেছিল ফ্রান্স, কান্নায় মাঠ ছেড়ে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ঠিক দুই বছর পর আজ সেই একই মাঠে এমবাপ্পের মুখে চ্যাম্পিয়নের হাসি।

মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩–০ গোলে উড়িয়ে দিয়ে ফিফা আন্তঃমহাদেশীয় কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। দুই বছর আগের ফাইনালে এমবাপ্পে হ্যাটট্রিক করেও জিততে পারেননি, আজ জিতলেন এক গোল করেই। রিয়ালের অপর দুটি রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রের।

 

আগামী বছর বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা। যে কারণে এ বছর এত বছর ধরে হয়ে আসা ক্লাব বিশ্বকাপের আদলে আয়োজন করা হয়েছে আন্তঃমহাদেশীয় কাপ। ফিফার ছয় কনফেডারেশনের চ্যাম্পিয়ন নিয়ে আয়োজিত এই নকআউট ফুটবল টুর্নামেন্টে আজ ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ছিল কনক্যাকাপ চ্যাম্পিয়ন পাচুকা।

এই ম্যাচে এমবাপ্পের খেলা নিয়ে সংশয় ছিল। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে আতালান্তার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন এই ফরাসি তারকা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অন্তত ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

তবে এমবাপ্পে দলের সঙ্গে কাতারে তো গেছেনই, আজ শুরুর একাদশে মাঠেও নেমেছেন। ৬১ মিনিট পর্যন্ত মাঠে থাকা এমবাপ্পে ৩৭তম মিনিটে রিয়ালকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন।

রিয়ালের বাকি দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে ব্যবধান ২–০ করেন রদ্রিগো। আর ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন আগের রাতেই ফিফা দ্য বেস্ট জেতা ভিনিসিয়ুস জুনিয়র।

Post Comment

YOU MAY HAVE MISSED