Loading Now

সেঞ্চুরির আফসোস নিয়ে ফিরলেন সৌম্য-সাইফ, দুইশ ছাড়াল বাংলাদেশ

স্পোর্টস ডেক্স ।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

 

শুরু থেকেই দারুণ ব্যাটিংয়ে ইনিংসের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কোনো সুযোগ না দিয়ে শতরানের জুটি গড়েন তারা। ১০ বছর পর মিরপুরে ওয়ানডেতে ওপেনিং জুটিতে শতরানের দেখা পেল বাংলাদেশ।

 

এর আগে ২০১৫ সালের ১১ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ১৪৭ রানের জুটি গড়েছিলেন।

আজ সৌম্য ও সাইফ দুজনেই অর্ধশতক পূর্ণ করেন। ৪৪ বলে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি করেন সাইফ হাসান, আর ৪৮ বলে নিজের ১৪তম ফিফটি তুলে নেন সৌম্য সরকার।

দলীয় ১৭৬ রানে ভাঙে এই জুটি। ৭২ বলে ৮০ রান করে আউট হন সাইফ হাসান। তার পরপরই সৌম্যও ফিরে যান সাজঘরে। ৯ রানের জন্য মিস করেন সেঞ্চুরি। ৮৬ বলে ৯১ রান করেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে বাংলাদেশ।

তথ্য সূত্র : ঢাকা মেইল,,,,

 

Post Comment

YOU MAY HAVE MISSED