Loading Now

সোহেল-দিতির কন্যার সিনেমা থেকে সরে দাঁড়ালেন বাঁধন

বিনোদন ডেক্স ।।

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আগ্রহ ছিল তার।

তবে পড়াশোনার জন্য এত দিন চুপচাপই ছিলেন। তবে পড়াশোনার বিষয় ছিল সিনেমাই। চলতি বছর সিনেমা নির্মাণের কথা জানান লামিয়া। তার প্রথম নির্মিত সিনেমার নাম ‘মেয়েদের গল্প’।

এই সিনেমাটিতে অভিনয়ের কথা ছিল অভিনেত্রী আজমেরী হক বাঁধনের।
তবে এবার জানা গেল, ‘মেয়েদের গল্প’ থেকে সরে দাঁড়িয়েছেন বাঁধন।

বিষয়টি নিশ্চিত করেছেন লামিয়া চৌধুরী।
এদিকে সিনেমাটিতে অভিনয় না করার কারণ জানিয়ে আজমেরী হক বাঁধন বলেন, আমি এখন আর সেই সিনেমার সঙ্গে নেই। সুতরাং সিনেমাটি নিয়ে এর বেশি কিছু এখন আর বলতে চাই না।

বাঁধন বিস্তারিত না বললেও কথা বলেছেন লামিয়া চৌধুরী। তিনি বলেন, একটি সিনেমায় বেশকিছু বিষয় থাকে। বিশেষ করে ব্যবসার দিকটা আগে বিবেচনা করতে হয়। সেটাসহ আরও বিভিন্ন কারণে আমাদের চুক্তিটা হয়নি। আজমেরী হক বাঁধনের সঙ্গে যে সিনেমাটি হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না।

বলে রাখা প্রয়োজন, বছর দশেক আগে সিনেমাটির কথা লামিয়া তার মা দিতিকে বলেছিলেন। এটি প্রযোজনা এবং অভিনয় করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু কথা রাখতে পারেননি। ২০১৬ সালে পরপারে পাড়ি জমান দিতি। তার মৃত্যুর কারণে সব থমকে যায়। যেহেতু এই সিনেমার সঙ্গে লামিয়ার মায়ের স্মৃতি জড়িয়ে আছে তাই কাজটি শেষ করতে চান লামিয়া।

সিনেমাটি নিয়ে নতুন বছরে সুসংবাদ দেবেন লামিয়া। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, মা বেঁচে থাকতে গল্পটা আমরা শুরু করি। তারপর স্ক্রিপ্ট-গান নিয়ে এই গল্পের পেছনে কাজ করেছি। এই গল্পটার সঙ্গে আমার অনেক শ্রম জড়িয়ে আছে। যাদের সঙ্গে মিলবে তাদের নিয়ে কিছুটা দেড়ি হলেও এই কাজ আমি শেষ করতে চাই। আশা করি, নতুন বছরে সুসংবাদ দিতে পারব।

Post Comment

YOU MAY HAVE MISSED