Loading Now

সৌদিতে নিয়ে নির্যাতন ও মুক্তিপন নেওয়ার অভিযোগে মামলা

 

নিজস্ব প্রতিবেদক ॥

সৌদি আরবে নিয়ে নির্যাতন ও মুক্তিপন নেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালে মামলা করেছে এক ভুক্তভোগী। সোমবার ট্রাইব্যুনালে মামলা করেন বাকেরগঞ্জ উপজেলার আড়াইবেকী গ্রামের বাসিন্দা জহিরুল জমাদ্দার। ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য বাকেরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবাদীরা হলো সৌদি প্রবাসী বাকেরগঞ্জের আড়াইবেকী গ্রামের বাসিন্দা সোহরাব জমাদ্দারের ছেলে বশির জমাদ্দার, তার স্ত্রী ঝুমুর বেগম ও বাবা সোহরাব জমাদ্দার।

মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, বিবাদীরা একই এলাকায় হওয়ায় পূর্ব পরিচিত। পরিচয়ের সূত্র ধরে বাদী জহিরুল ও মনির খানকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেয়। প্রলোভনে সাড়া দিয়ে ২জনে ১০ লাখ টাকা বিবাদীদের দেয়। ২০২১ সালের ১৬ নভেম্বর তাদের সৌদি আরব নেওয়া হয়। সৌদি আরবে হায়েল সিটির আল খাস্তা গ্রামের একটি কক্ষে নিয়ে দুইজনকে রাখে। পরে তাদের মরুভূমিতে কাজ দেয়। ওই কাজ করতে না চাইলে তাদের একটি ঘরে নিয়ে আটকে রেখে নির্যাতন করে। পরে তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভিসাসহ ৬৯ হাজার ৫০০ রিয়াল মুক্তিপন হিসেবে নেয়। পাসপোর্ট ও ভিসা না থাকায় পুলিশ জহিরুলকে আটক করে।

গত ৮ মে জহিরুল ও মনির খানকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। দেশে ফিরে এসে টাকা ফেরত চাইলে হত্যার হুমকি দেয়। তাই আদালতে মামলা করে ন্যায় বিচার চেয়েছেন বাদী।

Post Comment

YOU MAY HAVE MISSED