Loading Now

সৌদি আরবে পাচারের অভিযোগে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা

 

নিজস্ব প্রতিবেদক ।।

ভালো চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে নিয়ে নির্যাতন করায় ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বরিশালের মানব পাচার ট্রাইব্যুনালে মামলা করেন মুলাদী থানার কাজীর এলাকার মিলাদ হোসেন। মামলার আসামীরা হলেন : খালাসির চরের রাসেল খান, শাহ আলম, রাণী বেগম।

বাদী মামলায় উল্লেখ করেন, ২০২৪সালের ১৪ই আগস্ট আসামিরা বাদীর কাছ থেকে সৌদি আরবে ভালো চাকরি দেওয়ার কথা বলে ৭ লক্ষ টাকা নেয়। এরপর একই বছরের ১৬ই আগস্ট আসামিরা বাদিকে সৌদি আরব পাঠিয়ে দেয়। আসামিরা বাদীকে চাকরি না দিয়ে নির্যাতন করতে থাকে। পরবর্তীতে বাদি বাবা-মাকে জানালে ৫০ হাজার টাকা দিয়ে ২৪ অক্টোবর বাংলাদেশে ফিরে আসে। ফিরে আসার পর বাদী আসামিদের কাছে টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করে।

এ কারণে মঙ্গলবার মামলা করলে বিচারক তদন্তের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।

Post Comment

YOU MAY HAVE MISSED