স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ হোসেন আকনের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা গতকাল সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী বলেন, ‘আমি চিন্তা করেছিলাম মেয়ের এসএসসি পরীক্ষা শেষ হলে বরিশাল ছেড়ে চলে যাব। কারণ এলাকার সবাই এ ঘটনা জানে। এরপরও সবুজ বহুবার হুমকি দিয়েছে আমাদের। ওর জন্য আমাদের জীবনের নিরাপত্তা নেই। শরীরে বিন্দুমাত্র রক্ত থাকা পর্যন্ত এই মামলায় আমি লড়ব।’
তবে মামলার আসামি সবুজ হোসেন আকন বলেন, ওই পরিবারে জমি নিয়ে ঝামেলা আছে। তাঁর ভাবমূর্তি নস্ট করার জন্য ধর্ষণ মামলা করা হয়েছে।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান বলেন, মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য আদালত কাউনিয়া থানাকে নির্দেশ দিয়েছে। বাদী ও ভিকটিম মামলা করার পর কিছুটা শঙ্কিত রয়েছে।
এ ব্যাপারে বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, এ ধরনের অভিযোগ এলে তাঁরা কেন্দ্রকে অবহিত করবেন। দল সবুজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
Post Comment