স্কুলছাত্রের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
মুলাদী প্রতিবেদক ॥
মুলাদীতে স্কুলছাত্রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।রোববার বেলা ১১টায় চরলক্ষ্মীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা মুলাদী-মীরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন করেন। এর আগে গত শনিবার সকাল সোয়া ১০টার দিকে মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের শাহীন হাওলাদারের বাড়িতে হামলা চালিয়ে তার ছেলে তুরান হাওলাদার ও স্ত্রী মাহমুদা বেগমকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তুরান হাওলাদার চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
ইভটিজিং ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় কিশোর গ্যাং সদস্যরা তাকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ করেন তার সহপাঠি ও অভিভাবকরা। এ ঘটনায় শনিবার রাতে শাহীন হাওলাদার বাদী হয়ে ১৫জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেছেন। শাহীন হাওলাদার মামলায় উল্লেখ করেন, বজায়শুলী গ্রামের সবুজ সরদারের ছেলে সাকিব, হোসেন চৌকিদারের ছেলে সুজন চৌকিদার সহ ১৩-১৫ জনের একটি কিশোর গ্যাং রয়েছে।
তারা এলাকায় মাদক ব্যবসা, দাঙ্গা-হাঙ্গামাসহ চরলক্ষ্মীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের পথে অবস্থান করে ছাত্রীদের উত্ত্যক্ত করে। গত ২ ফেব্রুয়ারি চরলক্ষ্মীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনা নিয়ে তুরানের সঙ্গে সাকিব ও অন্যান্য কিশোরদের কথার কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সাকিব, সুজন, হাসান বাঘা, আতিক খানসহ ১৪-১৫জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে শনিবার সকালে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা শাহীন হাওলাদারের ঘর ভাঙচুর শুরু করলে তার ছেলে তুরান বাধা দেয়। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তুরানের ডাকচিৎকারে তার মা মাহমুদা বেগম ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অপরদিকে তুরানের হামলার সংবাদ পেয়ে চরলক্ষ্মীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে মানববন্ধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লাল সরদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোমান মির্জাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এব্যাপারে মুলাদী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, স্কুলছাত্রের উপর হামলার ঘটনায় ১৫জনের নামে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
Post Comment