স্কুলছাত্র রাব্বি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের বাবুগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্র রাব্বি হাওলাদার (১৮) হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা রাব্বি হত্যা মামলার চার আসামির মধ্যে দুইজন আসামি গ্রেপ্তার হলেও প্রধান অভিযুক্তসহ দুইজন এখনও গ্রেপ্তার হয়নি। তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় তিন নম্বর আসামি সাকিব ও চার নম্বর আসামি সাগর খন্দকারকে আটক করেছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সমাবেশে বক্তব্য দেন, রাব্বির বোন লামিয়াসহ তামিম, অলি, ইমন ও ফয়সাল। রাব্বির বোন লামিয়া বলেন, আসামিরা সবাই মাদক ব্যবসায়ী। পারিবারিক পূর্ব শত্রুতার জেরে রাব্বিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।হত্যাকাণ্ডের চার আসামির মধ্যে প্রধান দুই আসামি এখনও গ্রেপ্তার না হওয়ায় আমরা আতঙ্কে রয়েছি। তাই দ্রুত সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
গত বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকার রাস্তার পাশ থেকে দশম শ্রেণির স্কুলছাত্র রাব্বির মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহত রাব্বির বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানায় চার জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
Post Comment