স্কুল ছাত্রের বিরুদ্ধে মিথ্যা চুরির অপবাদের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
বাকেরগঞ্জ প্রতিনিধি ।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বোতরা বাজার সংলগ্ন সড়কে স্কুল ছাত্রের বিরুদ্ধে মিথ্যা চুরির অপবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে ২ নং ওয়ার্ডের বিহারীপুর বোতরা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো: নাসির মৃধার স্কুল পড়ুয়া ছেলে মো: শান্ত মৃধার বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ দায়ের করেছে একই বাজারের ব্যবসায়ী মো:নূর-আলম কাজী।
মো: নূর-আলম কাজী কর্তৃক একজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা চুরির অপবাদে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে এলাকাবাসী বলেন বোতরা বাজারের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ও সুনামধন্য ব্যবসায়ী নাসির মৃধা। ন্যায় নীতি ও সততার সাথে তিনি দীর্ঘ ৫০ বছর ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন।
এলাকাবাসী আরও বলেন, মো: নাসির মৃধার ৫ ছেলে রয়েছে তারাও খুব ভালো মানুষ এলাকার মানুষের সাথে মিলেমিশে বসবাস করেন। মো: শান্তর মতো ছেলে কারও জিনিস চুরি করতে পারে না আর কোন দিন পারবে বলেও আমাদের বিশ্বাস হয় না। আমরা এই মিথ্যা অপবাদের বিচার চাই।
এ বিষয় নাসির মৃধার ছেলে সিরাজ মৃধা বলেন, গত ১১ অক্টোবর পার্শ্ববর্তী দোকানদার মো: নূর-আলম কাজী এবং কিছু কুচক্রী মহলের উদ্যোগে আমাদের পরিবারের বিরুদ্ধে “মিথ্যা চুরির অপবাদ” দিয়ে মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। কিন্তু যারা মানববন্ধনে অংশ গ্রহণ করেছে তাদের অন্য কথা বলে উপস্থিত করা হয়েছে।
তিনি আরও বলেন সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও কোন প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিত মানববন্ধন এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও বক্তব্য আমার পরিবারের সম্মান,সামাজিক মর্যাদা ও মৌলিক মানবাধিকার (বাংলাদেশ সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী) চরমভাবে লঙ্ঘন হয়েছে এ বিষয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই অপকর্মের বিচার চাই৷
Post Comment