স্পেশাল পিপি সরোয়ারের মায়ের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত স্পেশাল পিপি সরোয়ার হোসেনের মা আশরাফুন্নেছা (৮৩) ইন্তেকাল করেছেন (্ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি স্ব-রোড এলাকার টাউন স্কুল গলির মৃত ঠিকাদার নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী।
আশরাফুন্নেছা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বাদ জোহর বাজার রোডস্থ মাঈনুদ্দিন মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।
তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি ও মেয়র মজিবর রহমান সরোয়ার, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জেলা যুবদলের সভাপতি মামুন রেজা খান ও সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম জাহান, পিপি আবুল কালাম আজাদ ও আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান লিংকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
Post Comment