Loading Now

স্বপ্ন দেখতে হবে বড়- ঝালকাঠি ডিসি আশরাফুর

নিজস্ব প্রতিবেদক ।।

ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি গ্র‍্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ অক্টোবর)
সকালে ঝালকাঠির জেলা প্রশাসকের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মো: কাওছার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক মিস দিলারা খানম, প্রোগ্রামে ব্র‍্যাকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার ব্র‍্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মোঃ সাহেদ, সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মহিতোষ সরকার, অফিসার হাসিনা আক্তারসহ বিভিন্ন পেশা ও শ্রেনীর নেতৃবিন্দু।

সভায় বলা হয়, ব্র‍্যাক ২০২৩ সাল থেকে ঝালকাঠি জেলায় তের থেকে সতের বছরের ১০০০ কিশোরীকে নিয়ে বাল্যবিবাহ কমানোর জন্য ৪ টি উপজেলায় করছে। গত ২৭ মাসে ২৭ টি জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশনের মাধ্যমে যারা আঠারোতে পদার্পন করেছে তাদেরকে স্বপ্নসারথী গ্র‍্যাজুয়েট হিসেবে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। ঝালকাঠি জেলায় এ বছর মোট ১৩০ জন কিশোরী আঠারোতে পদার্পন করেছে যাদের মধ্যে সদর উপজেলার ৩৩ জনকে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বপ্নসারথী গ্র‍্যাজুয়েট কিশোরীরা তাদের স্বপ্নের কথাগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার কিশোরীদের সামনে এগিয়ে যাবার জন্য অনুপ্রেরণামূলক ঘটনা তুলে ধরেন। জেলা প্রশাসক বলেন, “তোমাদের স্বপ্ন দেখতে হবে বড় যাতে কারও ক্ষেত্রে সামান্য বিচ্যুতি ঘটলেও তোমার সাফল্য ধরা দেয়।”

 

Post Comment

YOU MAY HAVE MISSED