Loading Now

স্বর্ণের দামে রেকর্ড, ভরি দুই লাখের কাছাকাছি

অনলাইন ডেক্স ।।

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২১৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা এযাবতকালের সর্বোচ্চ দাম। এরআগে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা নির্ধারণ করা ছিল।

শনিবার (৪ অক্টোবর) রাতে সোনার এই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। যা আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

 

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৮ হাজার ৯১০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

খুব দ্রুত দুই লাখের দিকে ছুটছে স্বর্ণের ভরি
অ্যাপ দিয়ে স্বর্ণে বিনিয়োগের সুযোগ
এর আগে ২২ ক্যারেট ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা ছিল।

সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। এখনো ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২২৮ টাকা অপরিবর্তিত রয়েছে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED