Loading Now

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

কুয়াকাটা প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে নিখিল কর্মকার (৫০) নামের এ স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমারিবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় ৭ থেকে ৮ জনের ডাকাতদল ওই ঘরের সদস্যকে মারধর করে ২৫ ভরি স্বর্ণ ও ৫০ হাজার টাকা নিয়ে যায়। আহতরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।

ব্যবসায়ী নিখিল কর্মকার জানান, ডাকাতদল জনালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর শুরু করে। পরে তিনি অজ্ঞান হয়ে পরলে তার হাত ও পা মশারি দিয়ে বেঁধে সবকিছু ছিনিয়ে নেয় এবং তার স্ত্রী ও দুই সন্তানকেও মারধর করে।

ছেলে নিঝুম কর্মকার বলেন, আমি ভিন্ন রুমে রাতে ঘুমে ছিলাম। বাবা-মার চিৎকার শুনে রুম থেকে বের হয়ে দেখি আমার বাবার গলায় ছুরি ধরা। আমি এমন দৃশ্য দেখে জোরে চিৎকার করি। ওরা আমাকে জোরে আঘাত করে এবং আমাকেও বেঁধে ফেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম বলেন, আমরা এমন ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছি। আমাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সরেজমিনে পরিদর্শন করেছে। আশাবাদী দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হবে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED