স্বামীর গ্রেফতার, সন্তানের পিতৃ পরিচয়পেতে থানার দুয়ারে মা
নিজস্ব প্রতিবেদক ।।
স্বামীর গ্রেফতারের খবর পেয়ে সন্তানের পিতৃ পরিচয় নিশ্চিত করার জন্য থানায় ছয় মাসের শিশুকন্যা নিয়ে হাজির হয়েছেন মা প্রিয়া খানম। বুধবার দুপুরে বরিশাল কোতয়ালী মডেল থানায় এই ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করে থানার ওসি মিজানুর রহমান বলেন, শিশুর ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাবার পরিচয় নিশ্চিত করা হবে।
এ ঘটনার কয়েকদিন আগে স্বামী সজল খানের বিরুদ্ধে স্ত্রীর মর্যাদা ও মেয়ের পরিচয় না দেওয়ার অভিযোগ তুলে থানায় মামলা করেন প্রিয়া। সেই মামলায় বুধবার নড়াইল থেকে সজলকে গ্রেফতার করে বরিশাল নিয়ে আসে পুলিশ।
গ্রেফতার সজল খান যশোর জেলার নড়াইল উপজেলার তালবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে।
ভুক্তভোগী মা প্রিয়া খাতুন বলেন, বরিশাল নগরীর কলেজ রো এলাকায় বসবাসকালে সজল খানের সঙ্গে ২০২১ সালে তাঁর বিয়ে হয়। এরপর তাদের সংসারে শিশুকন্যা জন্ম নেয়। কিন্তু স্বামী সজল সন্তানটির পিতৃত্ব অস্বীকার করে তাঁকে স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেন। এ ঘটনার পর থানায় নিজের ও সন্তানের অধিকার পেতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। স্বামীর গ্রেফতারের খবরে থানায় বসে মিমাংসার সুযোগ থাকায় তিনি সেখানে গিয়েছেন বলে জানান।
কোতয়ালী থানার হাজতে থাকাকালে গ্রেফতার সজল খান বলেন, “এই সন্তান আমার নয়। প্রিয়ার আগেও একটি বিয়ে হয়েছিল। এই সন্তান সেই সংসারের। ডিএনএ পরীক্ষা করলে সব কিছু প্রমাণিত হবে।”
Post Comment