Loading Now

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

অনলাইন ডেক্স ।।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে বুধবার (১৮ জুন) রাত ১১টা ১৭ মিনিটে গুলশানের বাসভবনের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

প্রসঙ্গত, খালেদা জিয়া গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এবং ৬ মে ঢাকায় ফিরেছেন।

এর আগে, তিনি সর্বশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১৮ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED