Loading Now

স্বাস্থ্য সংস্কার আন্দোলনের পক্ষে সংহতি প্রকাশ করে ববি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ।।

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সন্মেলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন ও সংবাদ সন্মেলনের মাধ্যমে স্বাস্থ্য খাত সংস্কারের পক্ষে অবস্থান জানিয়ে নিজেদেন বক্তব্য উপস্থাপন করেন।

এসময় বক্তব্য রাখেন- রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব, বাংলা বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী মেহেদী মিশাদ ও রাজু রহমান, আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ।
বক্তারা বলেন, শেবাচিমসহ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসকদের অবহেলা, দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং ন্যূনতম স্বাস্থ্যসেবার অভাবে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে প্রতিনিয়ত।
স্বাস্থ্যখাতের অনিয়ম বন্ধে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান তারা।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, ‘শেবাচিমে সংকট নতুন নয়। শের-ই-বাংলা মেডিকেলে সম্প্রতি নতুন করে ৯০টি মেশিন সচল হয়েছে।

এখন সেখানে গেলে দেখবেন, রুম ও ফ্লোরগুলো অনেক পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা হয়েছে। আমাদের আন্দোলনকে কেউ কেউ অযৌক্তিক বলছে কিন্তু তাদের আসলে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। শেবাচিম সংস্কারের এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং আমাদের এবং আপনাদের সবার জন্য।’

রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব বলেন, ‘স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানাচ্ছি এবং শেরে বাংলা মেডিকেল কলেজে সংস্কার আন্দোলনে মিথ্যা মামলা দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করা বন্ধের দাবি জানাচ্ছি।’

Post Comment

YOU MAY HAVE MISSED