Loading Now

সৎ মা ও দাদিকে গলা কেটে হত্যা!

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে আল-আমিন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাহিদা বেগম (৪৮) ও কুলসুম বিবি (১০৫)। অভিযুক্ত আল-আমিন ওই গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আল-আমিন নিখোঁজ হন। তিন-চার দিন আগে তাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার আল-আমিনকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য বড় ভাই পরিচয়পত্র আনতে স্থানীয় ইউপি সদস্যের কাছে যান। আর তার বাবা কাজের উদ্দেশে বাড়ির বাহিরে যান। এই সুযোগে আল-আমিন তার সৎ মা ও দাদিকে জবাই করে হত্যা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেলে আল-আমিন দৌড়ে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আবদুর রাজ্জাক খানের ছেলে আল আমিন তার দাদী ও সৎ মাকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন- নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আল আমিন মানসিক ভারসাম্যহীন ছিল বলেও আমরা জানতে পেরেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED