Loading Now

হত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাসের জামিন

বিনোদন ডেক্স ।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন।

রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২ জুন হাইকোর্ট তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন। এরপর গত ১০ জুলাই হাইকোর্টের আদেশ মোতাবেক সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন।

আজ অপু বিশ্বাস আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা বন্ডে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেন।

একই মামলায় আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গত ১৮ মে গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর সারাদেশে আলোচনা-সমালোচনা হয়।

এরপর গত ২০ মে আদালত থেকে জামিন পান তিনি। জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।

হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়—অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে।

এ ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ওই মামলার আসামি। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED