Loading Now

হাওলাদার দম্পতির জো‌টের ভো‌টে প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের রাজনীতিতে এই দম্পতির নাম নতুন নয়। বহু বছর ধরে ক্ষমতা, দল ও জোটের অলিগলিতে তাঁদের যাতায়াত চেনা। সময় বদলেছে, দল বদলেছে, জোটের রংও বদলেছে।

কিন্তু ব্যালটের পাতায় তাঁদের নাম বারবার ফিরে এসেছে। এই দম্পতির হচ্ছেন, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী নাসরিন জাহান রতনা।

ছ’’বারের সংসদ সদস্য রুহুল আমিন। বিএনপি থেকে শুরু করে জাতীয় পার্টির রাজনীতিতে এসে তিনি থিতু হয়েছেন। এরশাদের শাসনামলে এক বছরের বেশি সময় উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

দলীয় রাজনীতির তৃণমূল থেকে উঠে এসে একসময় তিনি মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে পৌঁছান। আওয়ামী লীগ সরকারের নির্বাচন কালীন মন্ত্রীও ছিলেন রুহুল আমিন।

সেই রাজনৈতিক পথ ধরেই রাজনীতিতে জায়গা করে নেন তাঁর স্ত্রী নাসরিন জাহান রতনাও। একই দলে তিনি প্রেসিডিয়াম সদস্যের মতো প্রভাবশালী অবস্থানে উঠে আসেন। এখানেই তাঁদের রাজনৈতিক যাত্রা থেমে থাকেনি।

তিনবারের সংসদ সদস্য হয়েও ২০২৪ সালের নির্বাচনে এসে তাঁকে পেতে হয় ভিন্ন অভিজ্ঞতা। ভোটে হেরে যায় জামানতও। দীর্ঘ রাজনৈতিক জীবনে এটি ছিল তাঁর সবচেয়ে বড় ধাক্কা।

২০২৬ সালের নতুন নির্বাচনের প্রাক্কালে পুরোনো এই দম্পতির নাম আবার ফিরছে ব্যালটের পাতায়। জাতীয় পার্টি ও জেপির নেতৃত্বে নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) গঠিত হয়েছে।

সেই জোট থেকে বরিশাল-৬ আসনে মনোনয়ন পেয়েছেন নাসরিন জাহান রতনা। আর তাঁর স্বামী রুহুল আমিন মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী-১ আসনে।

দু’জনেই ইতিমধ্যে এনডিএফ’র হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED