হানিফ পরিবহনের চাপায় শ্রমিকদল নেতা নিহত
উজিরপুর প্রতিনিধি।।
বরিশালের উজিরপুরে হানিফ পরিবহনের চাপায় শ্রমিকদল নেতার মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১লা মে) দুপুর দেড়টার দিকে উপজেলার সোনারবাংলা সাকুরা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী (ঢাকা মেট্রো ব-১২-১৮৫৭) হানিফ পরিবহন ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সোনারবাংলা সাকুরা পেট্রোল পাম্প এলাকায় রাস্তা পাড়াপাড় করার সময় ওটরা গ্রামের শ্রমিকদল নেতা মানিক গাজীকে (৭০) চাপা দেয়। তখন স্থানীয়রা গাড়িটি আটক করে। এরপর তাকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রে জানা যায়- আন্তজার্তিক মহান মে দিবস উপলক্ষে উজিরপুরে শ্রমিক দলের কর্মসুচিতে অংশ গ্রহন করেন মানিক গাজী। এরপর তিনি হানিফ পরিবহনের চাপায় নিহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Post Comment