হামলাকারীদের গ্রেফতার ও নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ।।
স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নামে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্র ও হাসপাতালের চিকিৎসক এবং স্টাফদের উপর হামলাকারীদের গ্রেফতার এবং নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় হাসপাতালের সামনে বান্দ রোডে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও স্টাফরা মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ গ্রহকারীরা ‘হাসপাতালে হামলাকারীদের গ্রেফতার, নিরাপদ কর্ম পরিবেশ সৃস্টি, স্বাস্থ্য সংস্কারের নামে নৈরাজ্য প্রতিহত করা, সেবা কেন্দ্রে সন্ত্রাসী না করার দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ গ্রহণকারী শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী জুবায়ের আল মাহমুদ বলেন, কতিপয় শিক্ষার্থী স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নামে আমাদের চিকিৎসক, নার্স ও স্টাফ এবং মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপর হামলা করছে। তাদের এই হামলার কারণে আমরা নিরাপত্তাহীন । আমরা আমাদের নিরাপত্তা চাই।
মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ডা. মো. নাজমুল হুদা বলেন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবি আমাদের সকলের। আমরা চিকিৎসা দিতে গিয়ে প্রায় হামলার শিকার হই। তাই আমাদের কর্মস্থল নিরাপদ থাকতে হবে।
মানববন্ধন চলাকালে সাংবাদিকদের মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত বলেন, গত ১৭ আগস্ট মহিউদ্দিন রনির নেতৃত্বে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নামে কিছু দুষ্কৃতকারী হাসপাতালের প্রবেশ পথে অবস্থান নিয়ে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের হুমকি দেয়। ওই দিন আমাদের মেডিসিন ইউনিট-২ এর মেডিকেল অফিসার ডা. দিলিপ রায়কে বেদম মারধর করে। চিকিৎসকের উপর এমন নির্যাতন ও হাসপাতালের সামনে তারা অবস্থান নেয়ায় রোগীরা যেমনি ভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন, তেমনি আমাদের চিকিৎসকরা কর্মস্থলে নিরাপত্তাহীনতায় আছেন। তাই আমরা মহিউদ্দিন রনি ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবি জানাই।
মানববন্ধনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক ডা. আবদুল মুনায়েম সাদ বলেন, স্বাস্থ্য সংস্কারের দাবি যৌক্তিক। কিন্তু ওরা স্বাস্থ্য সংস্কারের নামে আমাদের চিকিৎসক ও স্বাস্থ্য সেবাদানকারীদের প্রতিপক্ষ মনে করে প্রতিদিনই হামলা চালাচ্ছে। আমরা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি বলেন, মাত্র ১ হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ইনডোরে ভর্তি থাকেন ৩ হাজার রোগী। তাদের সেবা দিতে আমাদের স্বল্প সংখ্যক চিকিৎসককে হিমশিম খেতে হয়। তার উপর বহিরাগতদের হামলায় আমরা আহত হয়েছি। এ অবস্থার পরিত্রাণ চাই আমরা। আমরা কোন ধর্মঘট চাই না, শুধু নিরাপদ পরিবেশে রোগীদের সেবা দিতে চাই।
মানববন্ধন শেষে হাসপাতালের চিকিৎসক ও স্টাফ এবং মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বান্দ রোডে বিক্ষোভ মিছিল করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
Post Comment