Loading Now

হাসপাতালে জাহিদ হাসান, সবার কাছে দোয়া চাইলেন অভিনেতা

বিনোদন ডেক্স ।।

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থতা বোধ করলে ঈদের আগের দিন তাকে নিয়ে যাওয়া হয়। জাহিদ হাসান নিজেই আজ (৯ জুন) বিকেল ৫টার দিকে এ কথা সাংবাদিকদের জানিয়েছেন।

জাহিদ হাসান বলেন, ‘আমি এখনো হাসপাতালে আছি। আমার শারীরিক অবস্থা উন্নতির দিকে। ঠান্ডায় আক্রান্ত হলে মনে করেছিলাম অন্য কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু হাসপাতালে এসে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন আমার কোভিড কিংবা ডেঙ্গু কোনোটাই হয়নি। তবে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঈদের আগের রাতে হাসপাতালে ভর্তি হয়েছি। জীবনে এই প্রথম একটি ঈদ করলাম হাসপাতালের রোগীদের সঙ্গে। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতাও আল্লাহপাক আমাকে দেখিয়ে নিলেন। কেউ যেন আমাকে নিয়ে দুশ্চিন্তা না করেন। আমি সবার কাছে দোয়া চাই।’

সাংবাদিকদেের মাধ্যমে তিনি তার অনুরাগীদের আরও বলেন, ‘আমাকে এই মুহূর্তে ফোন দেওয়ার প্রয়োজন নেই। হাসপাতালে বিশ্রামে আছি, তাই কথা কম বলতে চাইছি।’

এবারের ঈদে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ। সিনেমাটি পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED