হাসপাতালে দালাল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : শেবাচিম পরিচালক
নিজস্ব প্রতিবেদক ।।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেছেন, হাসপাতালে রোগীর দালাল প্রতিরোধের জন্য দালালসহ দালাল প্রেরণকারী ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সে ক্ষেত্রে নিয়ম মেনে বেসরকারি ল্যাব গুলো পরিচালনা করতে হবে। ‘তবে সরকারি হাসপাতালে উন্নয়ন হলে, বেসরকারি ল্যাবগুলোর উন্নয়ন হবে। এতে প্রতিযোগিতা বাড়বে আর রোগীরা পাবেন কাঙ্ক্ষিত সেবা।’
হাসপাতাল থেকে রোগীর দালাল প্রতিরোধের লক্ষ্যে আজ শনিবার পরিচালক হাসপাতালের সামনের বান্দ রোডস্থ বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব মালিক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারি-বেসরকারি যৌথ অংশীদার ছাড়া স্বাস্থ্য উন্নয়ন সম্ভব করা প্রায় অসম্ভব। তাই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখছে। কল্যাণকর সকল কাজে আমার সহযোগিতা থাকবে, অকল্যাণকর কাজ বন্ধে আমার কঠোর অসহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, দালালমুক্ত ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে হবে। রক্ত সংগ্রহের জন্য সনদধারী টেকনিশিয়ান থাকতে হবে। কিশোর-কিশোরী কিংবা শিক্ষিত নয় অথবা উচ্ছৃঙ্খল কাউকে ল্যাবের প্রতিনিধি নিয়োগ করা যাবে না। তিনি নিয়ম অনুযায়ী ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন।
বেলা ১১ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন সেমিনারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর’র দিক নির্দেশনা মূলক বক্তব্যকে স্বাগত জানিয়ে একমত পোষণ করেছেন ২৫টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব মালিক ও প্রতিনিধিরা।
Post Comment