হাসিনা চেয়েছিল খালেদা জিয়া যেন জেলখানায় মারা যান : রহমাতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক ।।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে গভীর আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
তিনি বলেন, শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করতেন। সে কারণেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে পরিকল্পিতভাবে তাকে জেলখানায় পাঠানো হয়। উদ্দেশ্য ছিল, ধীরে ধীরে পয়জনিং করে জেলখানার ভেতরেই তাকে ধীরে ধীরে হত্যা করা।
শুক্রবার (২রা জানুয়ারি) বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর এ কথা বলেন তিনি।
রহমাতুল্লাহ বলেন, ফ্যাসিস্ট হাসিনা চেয়েছিল খালেদা জিয়া যেন জেলখানায় মারা যান। আর যদি সেখানে তার মৃত্যু হতো, তাহলে তাকে ঢাকার বাইরে কোনো অখ্যাত স্থানে স্বল্প পরিসরে দাফন করার ষড়যন্ত্রও প্রস্তুত ছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অন্যতম প্রধান কারিগর। বারবার নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি দেশের গণতন্ত্র ও দলীয় রাজনীতিকে রক্ষায় নিজের সবকিছু উৎসর্গ করেছেন।
রহমাতুল্লাহ বলেন, হাসিনার সব ফ্যাসিবাদী ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। আজ প্রমাণ হয়েছে-খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক।
তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার জানাজায় জনসমাগম ছিল নজিরবিহীন। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা এর আগে কখনো সংঘটিত হয়নি বলে তিনি মন্তব্য করেন তিনি।
শেষে তিনি বলেন, বেগম খালেদা জিয়া একটি নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে দিতে চেয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করাই এখন দেশের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা।



Post Comment