Loading Now

হিজলায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী থানা পুলিশের হাতে আটক। জানাজায় মোঃ জাহাঙ্গীর হোসেন জাকির (৪৫) কে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজা দেওয়া হয়েছে। পালাতক জাকির কে গ্রেপ্তার করেছে হিজলা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে ওই আসামি কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার পৌরসভা এলাকা থেকে হিজলা থানার এসআই নূর আমীন ও এসআই সুজন চন্দ্র দে’র নেতৃত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোঃ জাহাঙ্গীর হোসেন জাকির উজিরপুর উপজেলার ভাইটশালি গ্রামের মৃত আঃ রহমান বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে করা একটি এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন জাকির কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন বিজ্ঞ আদালত। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মোঃ জাহাঙ্গীর হোসেন জাকির একজন সাজাপ্রাপ্ত আসামি। তার নামে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল।

আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানার নথিপত্র থানায় আসার পর তাকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে

Post Comment

YOU MAY HAVE MISSED