Loading Now

হিজলায় নদীতে জাল ফেলে পালানোর সময় জেলের মৃত্যু

 

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলায় নদীতে জাল ফেলে পালানোর সময় ইঞ্জিনচালিত নৌকার পাখার আঘাতে জেলের মৃত্যু হয়েছে। মৃত জেলে নয়ন বেপারী (৬২) উপজেলার বাউশিয়া গ্রামের বাসিন্দা।

সোমবার (২৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন।

ওসি আবুল কালাম আজাদ জানান, বাউশিয়া এলাকায় মেঘনার শাখা নদীতে ছেলে ও নাতিকে নিয়ে জাল ফেলে নয়ন বেপারী।এসময় স্পিড বোটের শব্দ পেয়ে পালিয়ে তীরে রওনা হয়। তীরের কাছাকাছি পৌঁছুলে জেলে নয়ন লাফ দেয়।

 

আর ওই সময় ইঞ্জিনচালিত নৌকার হাল ধরে থাকা ছেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে হালের পাখার আঘাতে গুরুতর আহত হন জেলে নয়ন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় হিজলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED