Loading Now

হিজলায় নৌকা থেকে পড়ে বিএনপি নেতা নিহত

 

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে প্রশাসনের ধাওয়ায় পালানো ইঞ্জিনচালিত জেলে নৌকার ধাক্কায় অপর একটি ইঞ্জিনচালিত নৌকার যাত্রী বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে হিজলা নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন।

নিহত আব্দুর রহমান সরদার (৩৫) উপজেলার চর মেমানিয়া গ্রামের বাসিন্দা ও মেমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। রহমান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান সজল জানিয়েছেন।

 

নৌ-পুলিশ পরিদর্শক ওয়াহিদুল ইসলাম বলেন, চর মেমানিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় বড়জালিয়া আসতে ছিলো। এ সময় একটি মাছ ধরা জেলে নৌকা প্রশাসনের ধাওয়ায় পালাতে গিয়ে ওই নৌকায় ধাক্কা দেয়। এতে জেলে নৌকার মাস্তুল এসে রহমানকে আঘাত করে নদীতে ফেলে দেয়। তাকে নদী থেকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক রহমানকে মৃত ঘোষনা করেন।

পরিদর্শক আরো জানান, ঘটনার পর জেলে নৌকা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED