Loading Now

হিজলায় ভূমিদস্যু ঝন্টুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলায় ঝন্টু বেপারী নামে এক ভূমিদস্যু ও আন্তঃজেলা ডাকাত দলের সরদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৭ জুন),সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জানা যায়,বিগত আওয়ামী সরকারের আমলে দলের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে জোর জবরদস্তি জমি দখল, হুমকি প্রদান, অবৈধ কার্যকলাপ করে শূন্য থেকে বনে জান কোটিপতি। ছিলেন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার।

তার প্রভাবে এলাকাবাসী মুখ খুলতে ভয় পেতো। দরিদ্র অসহায় এলাকাবাসী এই ভূমিদস্যুর ও তার সহযোগীদের হাত থেকে মুক্তি চায়। অসহায় এলাকাবাসী তাদের জমি ফেরত চান এই ভূমিদস্যুদের হাত থেকে।

মানববন্ধনে ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসী জানান, হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় ঝন্টু বেপারী ও তার সহযোগিরা দীর্ঘ দিন ধরে এলাকায় জোরপূর্বক জমি দলখ,অবৈধ কার্যকলাপ সহ নানা অপকর্ম করে আসছে।

এদের বিরুদ্ধে কেউ মুখ খুললে খুন করার হুমকি সহ তাদের শারীরিক নির্যাতনের মাধ্যমে এলাকা ছাড়া করেন । জমির দলিল, খাজনা, মিউটিসন থাকার পরেও নিরীহ মানুষের জমি জোরপূর্বক দলখ করে হয়রানি করে আসছে এই ভূমিদস্যুরা।

তাদের বিরুদ্ধে হিজলা থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। এরই প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। এলাকাবাসীদের দাবী, এই মামলাবাজ ঝন্টু বেপারী ও তার সহযোগীদের হাত থেকে নিরীহ মানুষেরা মুক্তি চায় ।

নিরীহ মানুষেরা বাঁচতে ও তাদের জমি ফেরত চায়। এসময় এক ভূক্তভোগি বলেন, ‘আমি প্রায় ৪০বছর আগে একটি জমি ক্রয় করি। আমার দলিল, রেকর্ড থাকার পরেও জমির উপর ঝন্টু বেপারী ও তার সহযোগিরা অনেক বছর যাবত জোরপূর্বক দখল করে রেখেছে।

আমাদের জমি বুঝিয়ে দিচ্ছে না। তারা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতেও সাহস করে না। আমি জমির কাছে গেলে আমাকে খুন করার হুমকি প্রদান করে ভূমিদস্যু ঝন্টু বেপারী ও তার সহযোগীরা। আমি এদের সর্বোচ্চ বিচার দাবী করছি।

একই অভিযোগ করেন, খুন্না গোবিন্দপুর এর আঃ খালেক চৌকিদার,খলিল মোল্লা, রওশন আরা, মাস্টার আইয়ুব আলী, সরকারি চাকুরীজীবী মোঃ সেলিম মিয়া, শহিদ আকন, তোফাজ্জল মাষ্টার, মিঠু হাওলাদার, আবুবকর, অডিটর আব্দুল মালেক দেওয়ানমোঃ মজিবল মাষ্টার,কর্মকর্তা, মোঃ শাহেদ সহ ভূক্তভোগির পরিবারের সদস্যরা । তবে এসব অভিযোগের বিষয় মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি ঝন্টু বেপারীকে।

এ ব্যাপারে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাউকে হুমকি প্রদান, জমি দখল করলে, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে।

Post Comment

YOU MAY HAVE MISSED