Loading Now

হিজলায় ভ্যানের চাপায় পৃষ্ট শিশু সূর্য

 

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মৃত সূর্য রায় (২) বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাউনতলা গ্রামের সজল রায়ের পুত্র।

সূর্য রায়ের মা সমাপ্তি রায় বলেন, আমি খাওয়া-দাওয়া শেষ করে সবেমাত্র আমাদের বাড়ির উঠোনে বের হয়েছি তখন আমার শিশুপূত্র সূর্য রায় বাড়ির আঙিনায় খেলা করছিল।

আমি অন্য প্রতিবেশীর সাথে কথা বলছিলাম, পরে আমার শিশু পুত্র সূর্য রায়কে কোলে তুলে আমাদের বাড়ির পাকা রাস্তার একপাশে দাঁড়িয়েছিলাম তখন আমার পুত্র কোল থেকে নেমে রাস্তায় যায়। এসময় খুব দ্রুতগতিতে একটি ভ্যান এসে আমার পুত্রকে সজোরে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়।

বাবা সজল রায় বলেন, যদিও ভ্যানচালককে আমরা চিহ্নিত করতে পারিনি, তবে তাকে দেখলে ঘটনাস্থলে যারা ছিল তারা শনাক্ত করতে পারবে।

হিজলা থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ঘটনা শুনে আমি আমার থানা থেকে ফোর্স পাঠিয়েছি। যেহেতু সূর্য রায় শিশু তাই তার পরিবারের পক্ষ থেকে পোস্টমর্টেম না করার জন্য অনুরোধ জানায়। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা শিশুটিকে পোস্টমর্টেম না করেই তাদের পরিবারের হাতে তুলে দেই।

Post Comment

YOU MAY HAVE MISSED