Loading Now

হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক ২

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলা উপজেলায় মাদক সহ দুই জনকে আটক করেছেন হিজলা থানাপুলিশ। সম্প্রতি সময়ে উপজেলা জুড়ে মাদকের সয়লাব।তাই হিজলা থানা পুলিশ মাদক অভিযান অব্যাহত রেখেছেন।

আটক দুই জন উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা গ্রামের আবুল মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বার(২৬) ও বাজিতৎ খা গ্রামের আবদুর রহমান হাওলাদারের ছেলে নাইম হাওলাদার(২৯)।

হিজলা থানা এস আই নুরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১২ টার সময় উপজেলার মাউলতলা গ্রাম একটি চৌকস টিম নিয়ে মাদকসহ দুজনকে হাতেনাতে আটক করেন।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন। হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর ইসলাম জানান মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই। যে দুই জন আটক হয়েছে তাদের মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED