Loading Now

১১ ঘণ্টা ভেসে থাকা ১০ জেলেকে জীবিত উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি ।।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নাম বিহীন মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার (১৭ আগস্ট) রাত আনুমানিক নয়টার সময় ট্রলারটি ১০ জেলেসহ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের আনুমানিক ১০ কিলোমিটার গভীর সাগরবক্ষে ডুবে যায়।

এসময় ট্রলারে থাকা পানির কন্টেইনার ও জালের ফ্লুট ধরে জেলেরা সাগরে ভাসতে থাকেন। ১১ ঘন্টা ভাসার পর সোমবার (১৮ আগস্ট) সকাল আটটার দিকে অপর একটি ট্রলার তাদের সকলকে উদ্ধার করেন।

পার্শ্ববর্তী জেলা বরগুনার পাথরঘাটা এলাকার কচিখালী স্পটে থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। সমুদ্রে নিমজ্জিত ট্রলার মালিকের নাম খোকন হাওলাদার। তার বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া আবাসনে।

তার চাচা জুম্মান হাওলাদার জানান, গতকাল রবিবার রাতে নামবিহীন এই ট্রলার নিয়ে সাগর উত্তাল হওয়ায় মাছ শিকার বন্ধ করে কিনারে ফিরছিলেন। হঠাৎ রাত নয়টার দিকে একটি ডুবো চরে ট্রলারটি আটকে ঢেউয়ের তোড়ে ডুবে যায়।

সকালে সংবাদ পেয়ে ট্রলারটি উদ্ধারের জন্য অন্য একটি বোট নিয়ে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন। তিনি আরও জানান, ওই ট্রলারের উদ্ধার হওয়া জেলে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম তিনি জানতে পেরেছেন।

বাকিদের নাম জানাতে পারেননি। তবে সবাই উদ্ধার হয়েছে এটি নিশ্চিত করেছেন। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। অধিকাংশ ট্রলার মাছ শিকার বন্ধ করে আলীপুর-মহিপুরসহ বিভিন্ন এলাকায় নদী, শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ঘটনাটি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

Post Comment

YOU MAY HAVE MISSED