১৫০ বছর বাঁচা নিয়ে শি-পুতিন আলোচনা
অনলাইন ডেক্স ।।
চীনের আকাশে রৌদ্রোজ্জ্বল দিন। লাল গালিচা ধরে হেঁটে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হাঁটতে হাঁটতেই দুই বন্ধুর কথোপকথনে উঠে আসে অমরত্বের আলাপ। বিষয়টি ধরা পড়ে মাইক্রোফোনে।
১৫০ বছর বাঁচা নিয়ে কথা বলছিলেন পুতিন আর শি। যুদ্ধ, দখল আর ক্ষমতার খেলা যেন থামছেই না দুই পরাশক্তির নেতার হাতে। কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে দাবা খেলতে খেলতেই এবার নাকি তাদের নতুন স্বপ্ন-১৫০ বছরের জীবন! পৃথিবী যখন রক্তে ভেসে যাচ্ছে, তখন শি-পুতিনের আলোচনার টেবিলে উঠে আসছে মৃত্যুকে হারানোর ফরমুলা। রয়টার্স।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের মঞ্চের দিকে হেঁটে যাওয়ার সময় তাদের মধ্যে হওয়া আলোচনাটি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির সরাসরি সম্প্রচারে ধরা পড়ে।
ভিডিওতে পুতিনের দোভাষীকে বলতে শোনা যায়, ‘বায়োটেকনোলজি ক্রমাগত উন্নত হচ্ছে, মানব অঙ্গ অবিরাম প্রতিস্থাপন করা সম্ভব। যত বেশি বাঁচবেন, তত তরুণ হয়ে উঠবেন, এমনকি অমরত্বও অর্জন করা যেতে পারে।’ এর জবাবে শি জিনপিংকে বলতে শোনা যায়, ‘এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে, এমনো ভবিষ্যদ্বাণী করেন কেউ কেউ।’
জিনপিংয়ের এ মন্তব্যের পর তার পাশে থাকা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে হাসতে দেখা যায়। তবে জিনপিংয়ের কথা তার জন্য অনুবাদ করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। পরবর্তী সময়ে রুশ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পুতিন একই প্রসঙ্গ তোলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস তার উদ্ধৃতি দিয়ে বলেছে, আধুনিক চিকিৎসা, পুনরুদ্ধার পদ্ধতি, এমনকি অঙ্গ প্রতিস্থাপনসংক্রান্ত অস্ত্রোপচারও মানুষকে আশাবাদী করে তুলেছে। এসব কারণে মানুষের আয়ু বর্তমান সময়ের তুলনায় অনেক দীর্ঘ হবে।
বিভিন্ন দেশে গড় আয়ু ভিন্ন হলেও এটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। উল্লেখ্য, বুধবার বেইজিংয়ে আয়োজিত এই সামরিক কুচকাওয়াজে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়। কিছু বিশ্লেষকের মতে, এটি পশ্চিমা বিশ্বকে একপ্রকার বার্তা দেওয়ার কৌশল, যারা দীর্ঘদিন তাদের এড়িয়ে চলছে। শুধু পুতিন ও কিম নন, চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নেন আরও ২৪ রাষ্ট্রনায়ক।
এর মধ্যে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ আরও অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের পর থেকেই যুক্তরাষ্ট্রের পালটা শক্তি হিসাবে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছে চীন।
রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে মিলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে বৃহস্পতিবার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্র–থ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবেন, যখন আপনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’
Post Comment