Loading Now

১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ

 

স্পোর্টস ডেক্স ।।

১৮ বছর পর কাল শুক্রবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে মাঠে নামছে এক নতুন বাংলাদেশ। কারণ, মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ১১ জনের যে দলটি অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে নামবে, সেই দলে থাকবে না ‘পঞ্চ পান্ডবের কেউ।’

বলে রাখা ভাল, ২০০১ সালের নভেম্বর মাশরাফির টেস্ট অভিষেকের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের ক্রিকেটে ‘পঞ্চ পান্ডব’ অধ্যায়। তারপর দ্বিতীয় টেস্ট পারফরমার হিসেবে অভিষেক ঘটে মুশফিকুর রহিমের।

 

২০০৫ সালের মে মাসে ক্রিকেট তীর্থ লর্ডসে ইংল্যান্ডের সাথে অভিষেক ঘটে মুশফিকুর রহিমের। পঞ্চ পাণ্ডবের তৃতীয় সদস্য হিসেবে ২০০৭ সালের মে মাসে চট্টগ্রামে ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে নাম লিখেন সাকিব আল হাসান। ২০০৮ সালের জানুয়ারি মাসে ডানেডিনে নিউজিল্যান্ডের সঙ্গে পঞ্চ পাণ্ডবের চতুর্থ সদস্য হিসেবে তামিম ইকবাল এবং ২০০৯ সালের জুলাইতে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের।

 

এরপর থেকে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই পাঁচজন একসাথে টেস্ট খেলেছেন। সেই সিরিজের পর থেকে একজন কমে যায়। হাঁটুর ইনজুরির কারণে টেস্ট থেকে সরে দাঁড়ান মাশরাফি।

 

তারপর দীর্ঘ প্রায় এক যুগের বেশী তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদ একসঙ্গে টেস্ট খেলেন; কিন্তু ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদউল্লাহ ও ২০২৩ সালের এপ্রিলে আয়ারল্যান্ডের সাথে শেরে বাংলায় শেষ টেস্ট খেলতে নেমেছেন তামিম ইকবাল।

‘পঞ্চ পান্ডবের’ দুই সদস্য মুশফিক আর সাকিব টেস্ট খেলা চালিয়ে যাচ্ছিলেন। মাঝে-মধ্যে সাকিব কিছু সিরিজ বা টেস্ট হয়ত খেলেননি। তবে মুশফিক প্রায় বিরামহীনভাবে চালিয়ে গেছেন।

কিন্তু এবার ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজে যেতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল। আর নিরাপত্তাজনিত কারনে দক্ষিণ আফ্রিকায় ঘরের মাঠে সিরিজ মিস করা সাকিবও নেই। তাই ১৮ বছরে প্রথম ‘পঞ্চ পান্ডবের’ কেউ নেই এবার বাংলাদেশ দলে।

Post Comment

YOU MAY HAVE MISSED