Loading Now

১ শর্তে মোস্তাফিজকে ‘পুরো আইপিএলের জন্য’ এনওসি দিল বিসিবি

স্পোর্টস ডেক্স ।।

এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমান খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে কেকেআর। তবে এরপরই উঠে যায় প্রশ্নটা, মোস্তাফিজ কি আইপিএলে খেলতে বিসিবির অনাপত্তিপত্র বা এনওসি পাবেন?

এই প্রশ্নের জবাব অবশেষে বিসিবি দিয়েছে নিলামের ১ দিন পরে। ‘পুরো আইপিএলের জন্য’ই তাকে এনওসি দিয়েছে বিসিবি। তবে সঙ্গে জুড়ে দিয়েছে একটি শর্তও।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে এই বিষয়ে গতকাল জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোথায় তাকে বাংলাদেশের জন্য দরকার, কোথায় দরকার নাই এটা অপারেশন্স চিন্তা করবে।’

ধোঁয়াশা কাটিয়ে আজ বিসিবি জানিয়েছে, মোস্তাফিজ এনওসি পাচ্ছেন। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আজ সাংবাদিকদের বলেছেন, ‘মুস্তাফিজকে এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে যে সময়ে থাকবে, ওই সময় সে দেশে ফিরবে। ওই সিরিজের সময়কাল আট দিন।’

আসছে বছর বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে ৩ ম্যাচের সিরিজে। সূচি ঠিক হয়নি এখনও। তবে আইপিএলের সময়ই যে এই সিরিজ, তা একরকম নিশ্চিত। আগামী মার্চ-এপ্রিলে হতে পারে সিরিজটি।

ওদিকে, আইপিএল আগামী ২৬ মার্চ শুরু হয়ে শেষ হবে আগামী ৩১ মে। ফলে মাঝের ৮ দিন বাংলাদেশে থাকলেও বড় অংশ মিস করার সম্ভাবনা খুবই কম মোস্তাফিজের।

Post Comment

YOU MAY HAVE MISSED