‘২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবাই ফ্যাসিস্টের আমলের’
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন কর্মরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে ফ্যাসিস্ট আমলের বলে মন্তব্য করায় ক্ষোভ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে উপাচার্য এমন মন্তব্য করেন। উপাচার্যের বিরুদ্ধে গোপন সিন্ডিকেট ও ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগ তুলে একদল শিক্ষার্থী কয়েকদিন ধরে আন্দোলন করেন। এর প্রেক্ষিতে উপাচার্য ববিতে এ সংবাদ সম্মেলন ডাকেন।
দুই সিন্ডিকেট সদস্য মোস্তাকিম মিয়া ও ফরহাদ উদ্দিনকে সরিয়ে দেয়ার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা বলেছে সিন্ডিকেট সদস্যের তালিকায় আগের কেউ থাকবে না। আমি এখানে নতুন মানুষ। আগে কে ছিল বা না ছিল তা আমাকে দেখতে হবে। আর সিদ্ধান্তে আসার জন্যও আগে কে কে ছিল সেটা আমাকে দেখতে হবে।
ভিসি বলেন, এই বিশ্ববিদ্যালয় ২০১১ সালে প্রতিষ্ঠিত। সেই সময় থেকে এ পর্যন্ত যারা নিয়োগ পেয়েছেন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং যারা শিক্ষার্থী তারা সবাই ফ্যাসিস্ট আমলের। এ পর্যন্ত নতুন কেউ যোগদান করেনি এবং কেউ যদি বলে আমি ফ্যাসিস্টের কেউ নই, সেটা দাবি করতে পারবে না। সেই আমলে সে রিক্রুয়েটেড। আমরা জানি কীভাবে রিক্রুয়েটমেন্ট হয়েছে। এখন প্রশ্ন শিক্ষার্থীদের কেন উসকে দেওয়া হচ্ছে?
এমন মন্তব্যের পর ববির শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মরতরা একই সুরে বলেন, কোনো নিয়োগ ও ভর্তি কার্যক্রম দলের ভিত্তিতে হয় না। তিনি সবাইকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে নিজের পদকে রক্ষার অপচেষ্টা করছেন। তিনি নিজেই অতীতে ফ্যাসিস্টের দোসরদের নিয়োগ দিয়েছেন। তাই অবিলম্বে তার এ মন্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা।
Post Comment