Loading Now

২০২৪-এর স্থগিত সিরিজ অক্টোবরে খেলার পরিকল্পনা বাংলাদেশ-আফগানিস্তানের

স্পোর্টস ডেক্স ।।

আগামী অক্টোবরে একটি সাদা বলের সিরিজ আয়োজন নিয়ে আলোচনায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সিরিজটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত থাকার কথা রয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, সিরিজটি অক্টোবরের প্রথমার্ধে দুবাইয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে, কারণ মাসের দ্বিতীয়ার্ধে দুই দলেরই আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে। বাংলাদেশ তখন ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজে আতিথ্য দেবে, অন্যদিকে আফগানিস্তান সফরে যাবে জিম্বাবুয়েতে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাইয়ে আফগানিস্তানে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে খেলোয়াড়দের ওয়ার্কলোড ব্যবস্থাপনার কথা বলে সেই সফর স্থগিতের অনুরোধ করেছিল বিসিবি।

এরপর এসিবি জুলাই-আগস্টে ভারতের গ্রেটার নয়ডায় একটি সাদা বলের সিরিজ আয়োজনের প্রস্তাব দেয়। কিন্তু বর্ষাকালের আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে সেটিও বাতিল হয়ে যায়।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার নাফিস ক্রিকবাজকে বলেন, ‘২০২৪ সালে স্থগিত হওয়া সিরিজের অংশ হিসেবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার বিষয়টি নিয়ে এসিবির সঙ্গে আলোচনা চলছে। বাকি দুটি টেস্ট ম্যাচ পরে দুই বোর্ডের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। ‘

তিনি আরও জানান, ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবে সব কিছু ঠিকঠাক থাকলে সিরিজটি ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে। এর আগে আমরা আফগানিস্তানের সঙ্গে তিনটি ওয়ানডে খেলেছিলাম, তবে তা এই স্থগিত সিরিজের অংশ ছিল না। ‘

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সাইদ নাসিম সাদাতও সিরিজ আয়োজনের বিষয়ে ক্রিকবাজকে নিশ্চিত করেছেন, যদিও বিস্তারিত কিছু জানাননি।

 

Post Comment

YOU MAY HAVE MISSED