Loading Now

২০২৫ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ছুটি, তালিকা প্রকাশ

 

অনলাইন ডেক্স ।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭৬ দিন বন্ধ থাকবে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. মিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। রমজান, ঈদুল ফিতর, জুমাতুল বিদা এবং স্বাধীনতা দিবসসহ একাধিক ছুটি মিলিয়ে এ সময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটির পর ৮ এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৪ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হবে ৩ জুন এবং চলবে ২২ জুন পর্যন্ত। দুর্গাপূজা উপলক্ষে এবার ৭ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। লক্ষ্মীপূজা ও ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ধর্মীয় ছুটি এ সময় অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া, প্রতিবছরের মতো ২০২৫ সালেও প্রতিষ্ঠানপ্রধানের হাতে তিন দিনের সংরক্ষিত ছুটি থাকবে, যা প্রয়োজনে ব্যবহার করা যাবে। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী ছুটি থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED