Loading Now

২১ লাখ টাকার সিগারেট জব্দ

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠিতে অভিযান চালিয়ে ২১ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি পৌর শহরের বরিশাল-পিরোজপুর মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে ক্রয়ের চালান ব্যবহার না করেই একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে ঝালকাঠির বিভিন্ন উপজেলায় জাল ব্যান্ডরোল লাগিয়ে কমদামি সিগারেট বিক্রি করে আসছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে শহরের বরিশাল-পিরোজপুর মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এসময় তিন লাখ ৫০ হাজার শলাকা কিংস ব্রান্ডের দেশি সিগারেট জব্দ করা হয়।

 

ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী বলেন, দৈনিক বিপুল পরিমাণ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক সিগারেট জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED