Loading Now

২২ বছরের যুবতীকে ধর্ষণ, ৪ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক ॥

বিয়ের কথা বলে ২২ বছরের যুবতীকে ধর্ষণ করায় চারজনের নামে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে সকল আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বুধবার ওই নির্দেশ প্রদান করেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- বাকেরগঞ্জ থানার পাদ্রিশিবপুর গ্রামের মোহাম্মদ আজিজুল হাওলাদার, আবুল হোসেন, কোহিনুর বেগম, সেলিনা বেগম।

বাদী সোনিয়া আক্তার একই ইউনিয়নের বাসীন্দা। তিনি মামলায় উল্লেখ করেন, আসামি এবং বাদী ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে এক নম্বর আসামি আজিজুল হাওলাদার বাদির অশ্লীল ভিডিও ধারণ করে। এরপর বিয়ের কথা বলে বাদিকে ২০২৪ সালের ২৯ অক্টোবর থেকে ২০২৫ সালের ১০ এপ্রিল পর্যন্ত ধর্ষণ করতে থাকে। আসামি আজিজুল হক পরে বিয়ের কথা অস্বীকার করলে বাদী বুধবার আদালতে হাজির হয়ে তার বাবা-মা, বোনসহ চারজনের নামে মামলা দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী অজিবর রহমান।

Post Comment

YOU MAY HAVE MISSED